আমার পায়ের বুড়ি আঙুলের নখের উপর খুব ভারী একটা বস্তু পড়ে যায় প্রায় একমাস আগে। ফলে প্রাথমিকভাবে মাঝারি ব্যথা এবং নখের একপাশের ৫০% এলাকা  কালো বর্ণ ধারণ করে।  কয়েকঘন্টা পরে কালো বর্ন ৮০% এলাকা পর্যন্ত ছড়িয়ে পড়ে এবং ব্যথাও করতে থাকে। তাই ইন্টারনেট ঘেটে দেখে আমি নখে ছিদ্র করে ঐ জমাট রক্ত বের করে দেই।  এতে ব্যথা একেবারেই কমে যায়। কিন্তু আজ একমাস পর আমার নখ হলুদ হয়ে গেছে এবং লক্ষ্য করলাম যে নখ খুলে পড়ে যাচ্ছে। আমি জানি ম্যাট্রিক্স ভাল থাকলে নখ আবার জন্মাবে। কিন্তু আমি কিভাবে জানব যে আমার নখের ম্যাট্রিক্স অক্ষত রয়েছে? কতদিন পর বুঝতে পারব যে আমার নখ আবার জন্মাচ্ছে?
শেয়ার করুন বন্ধুর সাথে