শেয়ার করুন বন্ধুর সাথে

Ram সর্বদা ক্লিন রাখুন। ফোনের অতিরিক্ত অ্যাপস আনইন্সটল করুন। মেমোরি ফাঁকা রাখুন। ডেভেলপারের মাধ্যমে স্ক্রীন স্পীড বাড়াতে পারেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
MdAbuSaeed

Call

কয়েক টি উপায়:

  • অতিরিক্ত অ্যাপ ইনস্টল করবেন না।
  • অপ্রয়োজনীয় অ্যাপ আন ইনস্টল করে দিন।
  • থার্ড পার্টি কোনো ক্লিনার বা বুস্টার ব্যবহার করবেন না।
  • বড় অ্যাপ ব্যবহার করলে দিনে একবার ক্যাশ মেমোরি ডিলিট করুন।
  • ব্যাকগ্রাউন্ড এ অনেকগুলো অ্যাপ একসাথে চালু রাখবেন না।
  • বড় সাইজ এর অ্যাপ ব্যবহার এর পরিবর্তে লাইট ভার্সন ব্যবহার করুন। ফেসবুক এর পরিবর্তে ফেসবুক লাইট।
  • ফোন স্টোরেজ সম্পূর্ণ ব্যবহার করবেন না। অন্তত ১/১+ জিবি জাইগা ফাঁকা রাখুন।
  • চার্জিং অবস্থায় ফোন চালাবেন না।
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Ronu

Call

আপনি ফোনের গতি বাড়নোর জন্যে নিচের কিছু জিনিস অবলম্বন করতে পারেন।    

  • ফোনে অতিরিক্ত অ্যাপ ইন্সটল করবেন না। 
  • ফোনে অব্যবহৃত অপ্রয়োজনীয় অ্যাপ আনইন্সটল করুন।
  • বড় সাইজের অ্যাপ ব্যবহার করলে তা ফোনের মেমোরিতে নিয়ে নিন।
  • ব্যাকগ্রাউন্ডে একসাথে অনেকগুলো অ্যাপ ব্যবহার করবেন না। 
  • ফোনে প্রতিদিন কিছু অত্যাধিক ব্যবহৃত অ্যাপের ক্যাশে ক্লিয়ার করুন। 
  • ফোনের রেম ফাঁকা রাখুন। 
  • ফোনের যেসব গান বা ছবি রয়েছে সেগুলো ফোনের মেমোরিতে নিয়ে নিন। 
  • ফোনে ক্লিনার হিসেবে ক্লিন মাস্টার ব্যবহার করুন।
 
এছাড়া, আপনি ফোনের স্পীড বাড়ানোর জন্যে নিচের উপায় অবলম্বন করতে পারেন।  
  • প্রথমে ফোনের সেটিংসে যান।
  • তারপর About Device নামে অপশন পাবেন। সেখানে ক্লিক করুন। 
  • Software info নামক অপশন বের করে build নাম্বারে 6-7 বার জোরে জোরে 3 সেকেন্ড রেখে ক্লিক করুন৷ তারপর ডেভেলপার অপশন চালু হবে। 
  • সেখানে Windows Animation scale খুঁজে বের করুন এবং Animation off এ ক্লিক করুন। 
  • Animator Duration scale বের করুন এবং Animation off করে দিন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ