লেখাটা অনেক বড় ধৈর্য সহকারে পড়বেন প্লিজ!!  কয়েক বছর ধরে আমার মাথা ভার হয়ে থাকে(ব্যাথা ও করে খুব বেশী পরিশ্রম করলে) ।  এই জন্য আমি অনেক ডাক্তারি চিকিৎসা  করায়েছি  কিন্তু আশানুরূপ  ফল পাই নি।   একটা কথা বলল আপনার হাসি ও আসতে পারে অথবা বিশ্বাস না হতে পারে,  ৬ মাস আগে আমার সম্পর্কে চাচা হন উনি মূলত ফকির,  আমাদের এলাকার এক মেয়ে অসুস্থ হওয়ার তিনি ভার আসছিল,  মানে জীন আছর করে চিকিৎসা  করাতো, আমি সেখানে ছিলাম,  আমার মাথা ভার হয়ে থাকত দেখে আমার বাবা আমাকে ওই চাচার কথা বলে যে তার কাছ থেকে ঝার ফুক নিতে,  বাবায় বলছে সেজন্য চাচার কাছে বলছি, উনি আমার মাথার চুমুক দিয়ে কি যেন ফুক দিল,  তারপর সকালে আর কোন মাথা ভার কিংবা ব্যাথা নেই।  উনি আবার আমাকে সকালে উনাদের বাসায় যেতে বলছিল,  আমি ও গেলাম,  উনি আবার আমার মাথায় ঝার দিল,  তারপর  থেকে আবার মাথা ভার উনাকে আমি বললাম যে মাথা তো আবার ভার হয়ে গেছে,  উনি বললো ঠিক হয়ে যাবে!  আমি আর কিছু বললাম না।[  মূলত মাথার ভার আগে থেকেই ছিল]  তারপর থেকে  থেকে এই পর্যন্ত আমি অনেক ডাক্তার দেখায়েছিল,  অনেক ঔষুধ খাওয়া হয়েছে কিন্তু কোন কিছুই হয়নি।  CT Scan, X-ray PNS,  কোন লাভ হয়নি।   আমার নাকের  পলিপাস, হার ব্যাকা সমস্যা ছিল  সব ফিক্স করছি কিন্তু আমার মাথা ভার হওয়া ঠিক হয়নি। মনে হয় মাথার উপর কোন বোঝা দেওয়া আছে।   আমি  আগে  মাস্টারব্রশন করতাম সেটা এখন অনেক কম করা হয়। আমার খাওয়া দাওয়া,  ঘুম সব কিছু সময় মত হয় কিন্তু মাথা ভার কমে না।আমার বয়স এখন ১৮ চলে,  আর ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ি। অভিজ্ঞ ভাইদের  দৃষ্টি আকর্ষণ করছি এটা কি কোন প্যারানরমাল  বিষয় না কি অন্য কোন সমস্যা?? 
শেয়ার করুন বন্ধুর সাথে