আমি বিস্ময় ডট কম এ ছবি যোগ করতে পারিনা। আর তাই আমি যদি ফেসবুকে ছবি আপলোড দিয়ে এখানে লিঙ্ক দেই তাহলে আমার সুবিধা হতো, এতে কি আমার আইডি লক হয়ে যাবে?
শেয়ার করুন বন্ধুর সাথে
Call

হ্যাঁ। ফেসবুকের লিংক ব্যবহার করতে পারেন। তবে শুধু লিংক দিলেই ছবি প্রদর্শিত হবে না। আপনাকে এইচটিএমএল কোড এর মধ্যে লিংকটি দিতে হবে। তবেই ছবি প্রদর্শিত হবে।কোডটি হলো: । বড় হাতের A টি ব্যবহার করবেন না।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

যদি ফেসবুকে ছবি আপলোড দিয়ে এখানে লিঙ্ক দেন তাহলে তাহলে তো ছবি কেউ দেখতে পারবে না। কেননা, লিংক দিলে ছবি প্রদর্শিত হবে না। তাই এখানেই নিম্নের নিয়ম ফলো করে সরাসরি ছবি আপলোড করবেন। প্রশ্ন এবং উত্তরে ছবি আপলোড করতে হলে এজন্য আপনাকে জাভা স্ক্রিপ্ট সাপোর্টেড ব্রাউজার ব্যবহার করতে হবে। যেমন, +☞Google Chrome. +☞Uc Browser. +☞Mozila Fire Fox. +☞Du Brouser. +☞Opera Mini Brouser. এরকম উন্নতমানের ব্রাউজার ব্যবহার করতে হবে। এই ব্রাউজারগুলোর সাহায্যে প্রশ্ন এবং উত্তরে ছবিযোগ করতে প্রথমে এক বাক্যে প্রশ্ন টি লিখুন। বিভাগঃ নির্বাচন করুন। এরপর উত্তরবক্সের নিচে লেখা পাবেন, Upload an image: Choose file এই Choose file এ ক্লিক করে ছবি আপলোড করুন। Upload না হলে আবার চেষ্টা করুন। এরপর এই প্রশ্ন এবং উত্তর সুলভ হলে কিংবা কেউ মন্তব্য করলে আমাকে এই ই-মেইলে (Bissoygmail.com) জানাও কিংবা পরিচয় গোপন রাখ অপশনে টিক চিহ্ন দিন। এরপর প্রশ্নটি জিজ্ঞসা করুন বা উত্তর যোগ করুন বাটনে ক্লিক করুন। [তবে লিংক দিলেও আইডি লক হয়ে যাবে না।]

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
AdAbulHasan

Call
আপনি প্রথমে
Datafilehost-এখানে গিয়ে
ছবি আপলোড দিন।আপলোড দেওয়া হয়ে গেলে যে লিংকটা পাবেন সেটা ব্রাউজ করুন।ব্রাউজ করলে যে পেজ আসবে সেই পেজে Download এ ক্লিক করুন।Download এ ক্লিক করার পর যে পেজ আসবে সেই পেজের লিংকটা কপি করে রাখুন।
এবার আপনি <img src="এখানে সেই লিংকটা বসিয়ে দিন">
এভাবে একাধিক ছবি যুক্ত করতে পারবেন।
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ