আমাদের ফ্রিজিয়ান একটা নবীন গাভী বিয়ানোর মাস দেড়েক পরে গাভী ও বাছুরের একটা বা দুটি ক্ষুরায় ঘা হয়। পশু চিকিৎসক দিয়ে চিকিৎসা করানোর পরে ভালো হয়।কিন্তু ২০-২৫ দিন পরে আবার ঘা হয়, এভাবে বারবার চিকিৎসা করানোর পরও সর্বোচ্চ ২০-২৫ দিন থেমে থাকে কিন্তু সম্পুর্ণ ভালো হয় না। এখন বাছুরের বয়স ১ বছর। ডাক্তার বলে এলার্জি । এমন কোনো চিকিৎসা নাই করাই নাই।এখন কি করতে পারি।          
শেয়ার করুন বন্ধুর সাথে