আমার wifi এর স্পিড ১৬ mbps মত।,আমার পিসিতে youtube দেখতে গেলে সেকেন্ডে ১.৫ -২.০০ mbps করে টানে এক দম স্মুদ ভাবে চলে। কিন্তু কোন গেম, সফটওয়্যার  ডাউনলোড করার সময় গড়ে মাত্র ৩০ থেকে ৫০ kbps এ ডাউনলোড হয় প্রচন্ড স্লো।আমি কি করব?
Share with your friends

এটাই স্বাভাবিক ভাই। শুধু আপনার না, সবারই এমন হয়। আমার মনে হচ্ছে আপনার ব্রডব্যান্ড এর স্পিড ৫১২ কে বি পি এস. ৫১২ কে ৮ দিয়ে ভাগ করে যে মান পাওয়া যাবে সে স্পিডেই আপনাকে ইউটিউব ছাড়া অন্য সব সাইট থেকে ডাউনোলোড করতে হবে। আর সব ব্রডব্যান্ডেই ইউটিউব এর স্পিড বেশি দেয়া হয়।

Talk Doctor Online in Bissoy App