Call

ফলন আসা শুরু করলে গাছে নিয়মিত বিষ প্রয়োগ করতে হবে|নিয়মিত বিষ প্রয়োগ করলে পোকার উপদ্রব কমে যাবে এবং ফলন ভালো আসবে| এছাড়া গাছের গোড়ায় জৈব সার পঁচা গোবর, হাঁসমুরগির বিষ্ঠা প্রভূতি দিতে হবে|আর নিয়মিত গাছে পানি প্রয়োগ করতে হবে|এতে অবশ্যই ভালো ফলন আসবে|

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
almasali

Call

সেক্স ফেরোমন ফাঁদ ব্যবহার করতে পারেন।, উপজেলা কৃষি  অফিসে এই ফাঁদ পাবেন। এছাড়াও কিছুকিছু কীটনাশক দোকানে ৩০ টাকা দামে কিনে পাবে একেকটি ফেরোমন ৬ মাস মেয়াদ থাকে। প্রতি ২.৫ শতাংশ জমির জন্য ১ টি ফেরোমন যথেষ্ট। এছাড়াও আপনি পলিথিন মুড়িয়ে দিতে পারেন জামি কুমড়াতে। পলিথিন দিলে নিচের দিকে ছিদ্র করে দিবেন। না বুঝলে আপনার নিকটতম উপজেলা কৃষি অফিসে যোগাযোগ করেন। অথবা কৃষি বিষয়ক যেকোনো সমস্যার/প্রশ্নের সমাধান পেতে নির্ভয়ে ফোন করতে পারেন। ০১৮৩২১২১৬৪৫ এই নাম্বারে। মোঃ আলমাছ আলী,  উপ সহকারী কৃষি কর্মকর্তা।                                 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ