Saiyankhan

Call

হস্তমৈথুন ত্যাগ করেন আর হোমিওপ্যাথিক চিকিৎসা নিন     

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

আপনি কিছুদিন কালোজিরা সকালে রাতে খান, আদা খান, রসুন খান কেটে টুকরো টুকরো করে পানি দিয়ে গিলে দারচিনি খান, লবঙ্গ খান। খাটিঁ মধু খান। প্রতিদিন ১-২ টি সিদ্ধ ডিম খান। রাতে ঘুমাতে যাবার আগে ১ গ্লাস দুধ খান। সকল প্রকার পুষ্টিকর খাবার খান। আর হস্তমৈতুন করলে হজম শক্তি মতে যায় তাই হজম শক্তি বৃদ্ধির জন্য হামদর্দ এর" কারমিনা " সিরাপটি সেবন করুন। এইভাবে ৬০-৯০ দিন খাবার গুলি খান। আর রাতে ৮ ঘন্টা ঘুমান, টেনশন মুক্ত থাকুন। পর্যাপ্ত পরিমানে পানি পান করুন। হস্তমৈতুন আর কোনোদিন করবেন না। আশাকরি আস্তে আস্তে আপনার যৌনশক্তি বৃদ্ধি পাবে এবং যৌন স্থায়িত্ব ও বৃদ্ধি পাবে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Mdafrain

Call

আপনি খারাপ কিছু ভাববেন না লিঙ্গ উত্তেজিত হলে হাত দিবেনা অন্য ভাল কিছু ভাবতে ও ভাল কথা বলতে থাকবেন. প্রতিদিন সকালে রসুন আদা দারচিনি কালিজিরা খান বেশি করে পানি পান করুন পুষ্টিকর খাবার খান রাতে ১গ্লাস দুধ খান ও মধু খান ঠিক হয়ে যাবে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

হস্তমৈথুনের ফলে শরীর থেকে স্পার্ম বেরিয়ে যাওয়ার পরপরই শরীরে টেসটোস্টেরন হরমোনের এক ধাক্কায় অনেকটা মাত্রা কমে যায় ৷ এই হরমোনই হজম ও পেশির জোর বাড়াতে সাহায্য করে ৷ ঘনঘন হস্তমৈথুনের ফলে টেসটোস্টেরনের ওপর প্রভাব পড়ে ৷ ফলে হজম ক্ষমতা কমে ৷ পেশি দুর্বল হয় ৷ শরীরে সবসময় থাকে ঝিমঝিম ভাব ৷ তাই তো খুব বেশি হস্তমৈথুন কোনভাবে কাঙ্খিত নয় ৷ বিস্তারিত http:// www.google.com/url? q=https:// bengali.news18.com/ photogallery/life-style/too- much-masturbation-effects- negatively-on-reproduction- of- child-244369.html&sa=U&ved=2

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ