আমি ভোটার আইডি কার্ড করিয়েছি বরিশাল সদর থেকে। আমি বরিশাল বাজার মাদ্রাসায় পড়তাম তাই সেখান থেকে করে ফেলেছি। কিন্তু এখন বুঝতে পারছি সেটা ভুল করেছি। আমার বাড়ি হল বাকেরগঞ্জ থানায়। বরিশালের একটি থানা বাকেরগঞ্জ। অবশ্য আমি আমার আগের সেই জন্ম নিবন্ধন দিয়েই সেটি করেছি এখন আমি সেটিকে ট্রান্সফার করে আমার নিজের এলাকার ঠিকানা বসিয়ে ঠিক করতে চাই। কোথায় যেতে হবে না অনলাইনে করলে কিভাবে সহজে করতে পারি। আমি এখনও স্মার্ট কার্ড হাতে পাইনি শুধু একটি কার্ড দিয়েছে পুরাতন আইডি কার্ডের মত তবে সেখানে লেখা আছে সাময়িক সময়ের জন্য।
শেয়ার করুন বন্ধুর সাথে
Firoj Reja

Call

শংশোধর করে ফেলেন এখন তো অনলাইনে সংশোধন করা যায়। 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ