শেয়ার করুন বন্ধুর সাথে
Call

কোনো ভৌত রাশিতে উপস্থিত মৌলিক রাশিগুলোর সূচককে মাত্রা বলে। যেমন:    ভর এর মাত্রা - M (মৌলিক রাশি)   বেগ এর মাত্রা, [V] -MT^-1(যৌগিক রাশি) *ওজন ও ভর একই ধরনের রাশি নয়। ওজন,W=mg (যৌগিক রাশি) ভর = M (মৌলিক রাশি) মৌলিক রাশি: যে সকল রাশি স্বাধীন ও নিরপেক্ষ এবং অন্য কোনো রাশির উপর নির্ভরশীল নয়  বরং অন্যান্য রাশিগুলো এর উপর নির্ভরশীল, তাকে মৌলিক রাশি বলে। মৌলিক রাশি ৭টি। যথা :   ১.দৈর্ঘ্য   ২.ভর   ৩.সময়   ৪.তাপমাত্রা   ৫.তড়িৎ প্রবাহ   ৬.দীপন তীব্রতা   ৭.পর্দাথের পরিমাণ এই ৭টি রাশি বাদে সকল রাশি যৌগিক রাশি। তাই ভরও একটি মৌলিক রাশি। যৌগিক রাশি:যে সকল রাশি এক বা একাধিক মৌলিক রাশির সমন্বয়ে গঠিত অর্থাৎ এক বা একাধিক মৌলিক রাশির গুণফল বা ভাগফল আকারে প্রকাশ করা যায়, তাকে যৌগিক রাশি বলে। যেহেতু ওজন ভর ও অভিকর্ষজ ত্বরণ/ত্বরণের গুণফল অর্থাৎ এক বা একাধিক মৌলিক রাশির সমন্বয়ে গঠিত সেহেতু ওজন একটি যৌগিক রাশি। 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ