বাইনারি যোগ কিভাবে করতে হয়।।
শেয়ার করুন বন্ধুর সাথে
Waruf

Call

0+0 =0

1+0 =1

0+1 =1

1+1 =10 এই হচ্চ্ছে সূত্র।


 এখানে বিষয়টা হচ্ছে সাধারন ডেসিমাল এ আমরা ৯+১= ১০ লিখি। অর্থটা এই রকম ৯ এর সাথে ১ যোগ করলে ১০ এর ০ বসবে হাতে ১ থাকবে যা পরেরটায় যেয়ে যোগ হয়। বাইনারী তেও একই ১ এর সাথে ১ যোগ হয়ে ১০ এর শুন্য বসবে, হাতে ১ থাকবে। এই ১ পরের সংখাতে যাবে যেমন। ১১+১=১০০ ঠিক যেমন ৯৯+১=১০০ 
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

বাইনারি তে যোগ করার নিয়ম: example: 101101+110111=1100100 ব্যাখ্যাঃ বাইনারি তে যোগ সাধারণ নিয়মে করতে হয়। শুধুমাত্র পার্থক্য হলো যোগফল 2 হলে বাইনারি এর base অর্থাৎ 2 দ্বারা ভাগ করে যোগফল হিসেবে ভাগসেশ বসাতে হয় আর ভাগফল পরবর্তি সংখ্যার সাথে যোগ করতে হয়। আর যোগফল 3 আসলেও একই ভাবে 2 দ্বারা ভাগ করতে হবে এবং ভাগশেষ যোগফল এর জায়গায় বসাতে হবে।আর ভাগফল পরবর্তি সংখ্যার সাথে যোগ করতে হবে। উপুরের সংখার ক্ষেত্রে ডান থেকে বাম দিকে যোগ শুরু করলে দেখা যায় 1+1=2 যাকে 2 দ্বারা ভাগ করলে ভাগশেষ আশে 0 এবং ভাগফল পরবর্তী সংখ্যার সাথে যোগ করলেও যোগফল 2 আশে। একইভাবে আবার ২ দ্বারা ভাগ করে ভাগশেষ কে যোগফল হিসেবে আর ভাগফল পরবর্তি সংখার সাথে যোগ করতে হবে। এবার দেখা যাবে ভাগশেষ ১ আর ভাগফল ১। ভাগশেষকে যোগফল হিসেবে বসাতে হবে আর ভাগফলকে পরবর্তি সংখার সাথে যোগ করতে হবে। এভাবে বাইনারি এর যোগ করা হয়।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ