বর্তমান সময়ের বড় সমস্যা  হল ডেঙ্গু  জ্বর যা একজন মানুষের প্রাণ  নিয়ে নিতে পারে। মনে রাখবেন একটি মশা আপনার জীবন  নিয়ে নিতে পারে। তাই নিজের বাসার আশে পাশে ৩ দিনের বেশি জমে থাকা পানি ফেলে দিন ও বাসায় আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন  রাখুন। ঘুমানোর পূর্বে অবশ্যই ভালোভাবে মশারী টাঙিয়ে নিন । মশার হাত থেকে বাঁচতে আরো প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করুন। 


আপনার আশপাশের মানুষ গুলাকে এডিস মশা ও ডেঙ্গু জ্বরের ব্যাপারে সতর্ক করুন। 


★ নিজে সুস্থ থাকুন আসে পাশের মানুষ  কে সুস্থ রাখুন★



★ নিজ আঙিনা পরিষ্কার  রাখি সবাই মিলে সুস্থ  থাকি★


শেয়ার করুন বন্ধুর সাথে
Saiyankhan

Call

ডেঙ্গু  জ্বররে লক্ষ   ১.চুখ ব্যাথা  ২.মাথা ব্যাথা ৩.মাংসপেশি ব্যাথা  ৪.বমি হওয়ার ৫. হাড় ব্যাথা  এই রকম লক্ষ দেখা দিলে অবশ্যয় দ্রত চিকিৎসক কাছে যেতে হবে       

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ