আমার বাসায় সাবমার্সিবল পাম্প লাগিয়েছি ১ বছর প্রায়। ১০০ ফুট নিচে আছে পাম্প টা। খুব ভালো পানি উঠছিলো, ২০০০ লিটারেএ ট্যাংকি ফুল হতো ৬-৭ মিনিটে। কিন্তু সপ্তাহখানেক ধরে খুব সমস্যা হচ্ছে। থেমে থেমে পানি উঠছে, তাও আবার অল্প অল্প। ১০ সেকেন্ড পানি উঠে আবার ১০ সেকেন্ড থামে, আবার ১০ সেকেন্ড উঠে আবার থামে। এভাবে টাংকি ভরতে ১৫ - ৩০ মিনিট পর্যন্ত সময় লেগে যায়! টিউবওয়েল যেমন থেমে থেমে পানি দেয় তেমনভাবে পানি উঠে।  খুব চিন্তায় আছি এটা নিয়ে। কেউ কেউ বলছে যে, লেয়ার পায়না তাই পানি উয়হেনা। আরো ১০ ফিট নিচে দিতে বলে। কিন্তু এখন তো বর্ষার সিজন, লেয়ার তো নিচে নামার কথা না। অভিজ্ঞ ভাইএরা প্লিজ হেল্প করুন।
শেয়ার করুন বন্ধুর সাথে