বাংলাদেশে এখন সবথেকে আলোচিত বিষয় "ছেলে ধরা গুজব"... এ বিষয়ে কার কি প্রতিক্রিয়া বিন্তারিত বলুন...?
শেয়ার করুন বন্ধুর সাথে
Saiyankhan

Call

ফেসবুকে দেখা যায় কিছু মানুষ কে দরে পিটিয়ে মেরে ফেলা হচ্ছে তারা বলে কেল্লা কাটুনী ও ছেলে দরে নিয়ে পাচার করে এর কম ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে তাতে  মানুষ সন্দেহ করে কিছু মানুষ কে দরে পিটিয়ে মেয়ে ফেলা হচ্ছে আসলে ঘটনাটি কি পদা সেতু কেল্লা লাগবে বলে একটি গুজব ছড়িয়ে পড়েছে আসলে মানুষ যা সামনে থেকে দেখে তা বিশাস করে কিছু মানুষ বাড় হয়েছে তারা শিশু ছেলে মেয়ে দরে নিয়ে যাচ্ছে তখন মানুষ তাদের কে হাতে নাতে দরেছে আমি  বলবো এই সব  কান না দেওয়া ভালো হবে  সবাই নিজের সন্তানদের কে খেয়াল রাখবেন          

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

একটি সত্য ঘটনাঃ-

নেত্রকোনাই একটি গলাকাটনীকে হাতে নাতে দরে পেলা হয়েছে তার ব্যাগের ভেতর একটা ৭-৮ বছরের ছেলের কাল্লা পাওয়া গিয়াছে। 

তারপর এই লোককে গণধুলায় দিয়ে হত্যা করা হয়েছে। 

এই ঘটনাটি গুজব নয় বরং ১০০℅ সত্য ঘটনা          

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

ছেলেধরা আছে ১০০% সত্য ঘটনা।তাদের কাজ হচ্ছে শিশু পাচার অথবা শিশুকে হত্যা করে তাদের চোখ,কিডনি কিছু অসাধু ডাক্তারের কাছে বিক্রি করে দেওয়া।এতে তারা অনেক লাভবান হয়।কিন্তু ইদানিং যে একটা কথা শোনা যাচ্ছে,"পদ্মা সেতু তৈরির জন্য মাথা লাগতেছে" এটা মিথ্যা বা গুজব হতে পারে।ছেলেধরার পিছনে যারা কলকাঠি নাড়ছে তাদেরও আইনের আওতায় আনা উচিত।এর পেছনে রয়েছে সংঘবদ্ধ চক্র এবং কিছু অসাধু ডাক্তার।      

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

হ্যাঁ, এটা অবশ্যই সত্য। একদম সত্য। আমাদের গ্রামে (বগুড়া জেলার গাবতলী থানার অন্তর্গত দূর্গাহাটা ইউনিয়নে) আজই এরকম ঘটনা ঘটেছে। খবরের কাগজ খুললেই বিস্তারিত দেখতে পারবেন।।। ইউনিয়নের বটিয়াভাঙ্গা গ্রামে তারা কয়েকজন ঘোরাঘুরি করায় লোকজন সন্দেহ করে। জিজ্ঞাসাবাদ করলে তারা সঠিক উত্তর দিতে পারেনি। পরে জানা যায় তারা কাল্লাকাটা। লোকজন তাদের পিটতে শুরু করে এবং তাদের পিকাপ গাড়ি পুড়ে দেয়। এরপর পরিষদে তাদের আনা হয়। জেলা প্রশাসনের উর্ধঃতন কর্মকর্তা ও পুলিশ তাদের নিয়ে যায় ### তাই সতর্ক থাকুন সবসময়###

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

ছেলেধরা অবশ্যই সত্য। ছেলেধরা বা মানব পাচারকারীরা মানুষকে ধরে নিয়ে পতিতাবৃত্তি, অঙ্গবিক্রি, কাজ করানো, ইত্যাদি করে। কিন্তু এর সাথে পদ্মা সেতুর নাম উদ্দেশ্যমূলকভাবে জড়ানো হয়েছে। পদ্মা সেতুর কার্যক্রম বাধাগ্রস্ত করতে একটি দেশি ও বিদেশি মহল একযোগে কাজ করছে। এ গুজব থেকে সতর্ক থাকা আমাদের কর্তব্য। 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ