উপযুক্ত তথ্য সহকারে উত্তর দেবেন?
শেয়ার করুন বন্ধুর সাথে

আসলে মানুষ কি সত্যৌই গিয়েছিল চাঁদে? নাকি আমরা পড়েছি আমেরিকার ফাঁদে? এব্যাপারে হাজারো তর্ক বির্তক আসে ইন্টারনেটের বিভিন্ন ওয়েব সাইটে । বিপক্ষের যুক্তিঃ১. চাদে কোন পানি নেই কিন্তু ওদের পায়ের ছাপ পড়লো কেন? ২.চাঁদে বাতাস নেই। ভিডিওতে পতাকা উড়ছে কেন? ৩. সাদাকালো ক্যামেরা নিয়ে গিয়েছিল নাসা পরবর্তীতে রঙ্গীন ভিডিও এলো কোথেকে? ৪. চাদে মানুষের ২ টা ছায়া কেন? ৫, বিজ্ঞানের এত উন্নতি তবে এখন কেন নাসা চাঁদে লোক পাঠায় না? অথচ মহাকাশে বা গ্রহে লোক পাঠায় । এমন ও ১১ টা যুক্তি বা বিপক্ষে তর্ক আছে। পক্ষের যুক্তিঃ ১. চাদে পানি নেই ঠিকই কিন্তু ধুলাবালি জমে হয়ত আস্তরনের সৃষ্ট হয়েছে । ২. পতাকা বাতাসে নড়েনি বাকা হয়ে ওমন দেখাচ্ছে । ৩. মানুষের বোঝার সুবিধার জন্য ভিডিও এডিট করা হয়েছে । ৪. চাদে ছায়া ২ টার কারণ চাদের আলো কতৃত ১ টা ছায়া বাকী ১ টা পৃথিবী কতৃক নাকি চাদে পৌছেছে । ৫. চাদে পাঠাতে নাকি অনেক খরচ তাই এখন চাদে লোক পাঠায় না নাসা । . ভাইয়া এখন সিদ্ধান্ত আপনার । আমার মনে তো হয় সাজানো সব ।

©আজিজ ভাই।

আরো বক্তব্য আপনারা পাবেন নিচের লিংকে গেলে। 

চাঁদে কি আর্মস্ট্রং সত্যিই পা রেখেছিলেন?

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ