আমি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ে  ইলেকট্রিক্যালে পড়ছি ৩য় বর্ষ ৫র্ম পর্বে ড্রপ আছে....আমি সঠিক সময়ে সঠিক সিদ্ধান্তের অভাবে অন্যের কথায় প্রভাবিত হয়ে ইলেকট্রিক্যালে পড়ছিলাম... আমার নিজের মেকানিক্যাল & অটোমোবাইল এর প্রতি একটা আর্কষন আছে...কিন্তু নিজের মনকে সান্ত্বনা দিয়ে পড়াশোনা চালিয়ে যাচ্ছিলাম...ভাবছিলাম আস্তে আস্তে ইলেকট্রিক্যালের সাথে নিজেকে মানিয়ে নিতে পারবো...কিন্তু না যখনই পড়তে বসি তখনি মনে হয় আমি এইসব কেন পড়ছি....এতে তো আমার কোনো আর্কষনই নেই....মনে হয় মেকানিক্যাল/অটোমোবাইলে পড়লে কত কিছু করতে পারতাম...ইলেকট্রিক্যালে পড়ে পাশ করলে কী আমি চাকুরী করতে পারবো....কে দেবে আমাকে চাকুরী....এই সব টেনশনে পড়তে বসলে আমার মাথা ব্যাথা করে....পড়া মাথায় ডুকে না....টেনশনে টেনশনে ডিপ্রেশনে  আমার প্রতি পর্বে ধারবহিকভাবে রেজাল্ট খুব খারাপ হচ্ছে গত  আমার ড্রপ আসছে.. মাধ্যমিকে আমি ভালো ছাএ ছিলাম....আমি মধ্যবিও পরিবারের বড় ছেলে বাবা-মাকে আমার খারাফ রেজাল্ট এর কথাও জানাতে পারছিনা...বাবা-মার আমাকে নিয়ে অনেক আশা...কিন্তু আমি তাদের জন্য কী করছি এইসব ভাবলে খুব ডিপ্রেশনে ভুগি...মরে যেতে ইচ্ছে করে কিন্তু মরলে বাবা-মার কী হবে এই ভেবে বেঁচে আছি....আমি আমার ক্যারিয়ার নিয়ে খুবই চিন্তায় আছি কারো কোনো পরামর্শ থাকলে বন্ধু/ছোট ভাই হিসেবে প্লিজ হেল্প করে।  
শেয়ার করুন বন্ধুর সাথে