আমার ssc তে ৩.৫০ এ hsc তে ২,৭৫ এবং ডিগ্রি করে মাস্টার্স করেছি। এখন সবাই বলতেছে অনার্স করা লোকেরাই চাকরি পাইনা তুই কিভাবে পাবি। এখন আমি কি সত্যিই যাদের ভাল পয়েন্ট আছে এবং অনার্স করতেছে তাদের থেকে পিছিয়ে পরবো।  আর সবাই বলে বেসরকারি চাকরির ক্ষেত্রে অনার্স থেকে ডিগ্রিকে অবমূল্যায়ন করা হয় এখন কথাটা কি ঠিক? এখন আমার কি করা উচিত? 
Share with your friends
Call

এখনকার জিপিএ 5 এর যুগে আপনার পয়েন্ট বেশ কম। তবে এটা নিয়ে মন খারাপ করার কিছু নেই। আর এটা সত্যি যে ডিগ্রীর সার্টিফিকেট কে মূল্যায়ন করা হয়না। দোষটা অবশ্য শিক্ষা মন্ত্রণালয়ের। কারণ তাদের উচিৎ ছিল ডিগ্রীর সিলেবাসকে আরেকটু উন্নত করা। সেটা যখন তারা করেনি সেখানে আপনার দোষ দিয়ে আর লাভ কি! এখন আপনি যেটা করতে পারেন সেটা হল হাতের কাজ শিখুন। যে বিষয়ে আপনার আগ্রহ আছে সে বিষয়ের দিকে যান। আল্লাহ হয়তো আপনাকে লেখাপড়ার জ্ঞান একটু কম দিয়েছেন। কিন্তু কিছু না দিয়ে তো আর দুনিয়াতে পাঠান নি। অবশ্যই আপনার মাঝেও কোন ট্যালেন্ট আছে যেটাকে কাজে লাগিয়ে ভাল কিছু করা আপনার পক্ষে সম্ভব। এখন আপনি কোন বিষয়ে ভাল সেটা তো আর আমরা জানি না। যদি কম্পিউটারে আগ্রহ থাকে তাহলে সেই লাইনে যান। ভাল মত কম্পিউটার কম্পোজের কাজ কিংবা গ্রাফিস্কের কাজ শিখে আপনি নিজের উন্নতি করতে পারবেন। আর ভাল চাকরী না পেলে এটা দিয়েই আপনি রোজগার করতে পারবেন। অথবা কম্পিউটার/ ল্যাপটপ/ মোবাইল এসব রিপেয়ারিং এর কাজ শিখতে পারেন। এছাড়া অন্যান্য রিপেয়ারিং এর কাজে যদি আপনার আগ্রহ থাকে সেটাও করতে পারেন। একটা কথা মাথায় রাখবেন। কোন কাজই ছোট না। ধরুণ আমরা অনেকেই যারা চুল কাটে তাদের কে নাপিত বলে অবজ্ঞা করে থাকি। কিন্তু অনেকেই আছে যারা এটাকে শিল্পের পর্যায়ে নিয়ে গেছে। এবং সেসব যায়গায় চুল কাটালে আপনি আপনার বন্ধুদের সাথে গল্প করে সেটা বলবেন। কাজেই বুঝতে পারছেন ব্যাপারটা হল আপনার দৃষ্টিভঙ্গির। আপনার কাজই আপনার পেশাকে মহৎ করে তুলবে। ধন্যবাদ।

Talk Doctor Online in Bissoy App