শেয়ার করুন বন্ধুর সাথে
Call

সমাস ও সন্ধির মধ্যকার পার্থক্য: সমাস ও সন্ধি বাংলা ভাষায় শ্রুতিমধুরতা ও সংক্ষিপ্ততা আনয়ন করে। এ দুটির মধ্যে পার্থক্য নিচে দেওয়া হলো। পার্থক্যসমূহ: পার্থক্যের বিষয় সমাস সন্ধি ১। সংজ্ঞা পরস্পর সম্পর্কযুক্ত একাধিক শব্দের একশব্দে মিলনের নাম সমাস। পাশাপাশি অবস্থিত দুটি ধ্বনি একত্র মিলনকে সন্ধি বলে। ২। প্রকৃতি সমাস ছয় প্রকার। যথা: ক) দ্বিগু খ) কর্মধারয় গ) দ্বন্দ্ব ঘ) তৎপুরুষ ঙ) অব্যয়ীভাব ও চ) বহুব্রীহি। বাংলা ভাষায় সন্ধি প্রথমত দুই প্রকারের। যথা: তৎসম শব্দের সন্ধি ও বাংলা শব্দের সন্ধি। বাংলা শব্দের সন্ধি আবার তিন প্রকারের যথা: ক) স্বর সন্ধি খ) ব্যঞ্জন সন্ধি গ) বিসর্গ সন্ধি। ৩। কাজ সমাস বাক্যকে সংক্ষেপ করে সন্ধি শব্দকে সংক্ষেপ করে। ৪। বিভক্তির লোপ যেসব পদে সমাস হয় তাদের বিভক্তি সাধারণত লোপ পায়। কেবল অলুক দ্বন্দ্বে বিভক্তি লোপ পায় না। এখানে বিভক্তি লোপের প্রশ্নই আসে না। ৫। গুরুত্বারোপে বা দৃষ্টিদান সমাস লক্ষ্য রাখে অর্থের দিকে সন্ধি লক্ষ্য রাখে উচ্চরণের প্রতি। ৬। কি দিয়ে সংযোগ সাধন সমাসে দুই বর্ণের মাঝে সাধারণত অব্যয় পদ ব্যবহার করা হয়। সন্ধিতে দুই বর্ণের মাঝে যোগ চিহ্ন (+) ব্যবহার করা হয়। ৭। উদাহরণ (ক) স্বর্ণ নির্মিত অলংকার = স্বর্ণালংকার (খ) সাত দিনের সমাহার=সপ্তাহ মেয়ে+আলি=মেয়েলি, মিথ্যা+উক=মিথ্যুক

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

সমাস ও সন্ধির মধ্যকার পার্থক্য: সমাস ও সন্ধি বাংলা ভাষায় শ্রুতিমধুরতা ও সংক্ষিপ্ততা আনয়ন করে। এ দুটির মধ্যে পার্থক্য নিচে দেওয়া হলো। পার্থক্যসমূহ: পার্থক্যের বিষয় সমাস সন্ধি ১। সংজ্ঞা পরস্পর সম্পর্কযুক্ত একাধিক শব্দের একশব্দে মিলনের নাম সমাস। পাশাপাশি অবস্থিত দুটি ধ্বনি একত্র মিলনকে সন্ধি বলে। ২। প্রকৃতি সমাস ছয় প্রকার। যথা: ক) দ্বিগু খ) কর্মধারয় গ) দ্বন্দ্ব ঘ) তৎপুরুষ ঙ) অব্যয়ীভাব ও চ) বহুব্রীহি। বাংলা ভাষায় সন্ধি প্রথমত দুই প্রকারের। যথা: তৎসম শব্দের সন্ধি ও বাংলা শব্দের সন্ধি। বাংলা শব্দের সন্ধি আবার তিন প্রকারের যথা: ক) স্বর সন্ধি খ) ব্যঞ্জন সন্ধি গ) বিসর্গ সন্ধি। ৩। কাজ সমাস বাক্যকে সংক্ষেপ করে সন্ধি শব্দকে সংক্ষেপ করে। ৪। বিভক্তির লোপ যেসব পদে সমাস হয় তাদের বিভক্তি সাধারণত লোপ পায়। কেবল অলুক দ্বন্দ্বে বিভক্তি লোপ পায় না। এখানে বিভক্তি লোপের প্রশ্নই আসে না। ৫। গুরুত্বারোপে বা দৃষ্টিদান সমাস লক্ষ্য রাখে অর্থের দিকে সন্ধি লক্ষ্য রাখে উচ্চরণের প্রতি। ৬। কি দিয়ে সংযোগ সাধন সমাসে দুই বর্ণের মাঝে সাধারণত অব্যয় পদ ব্যবহার করা হয়। সন্ধিতে দুই বর্ণের মাঝে যোগ চিহ্ন (+) ব্যবহার করা হয়। ৭। উদাহরণ (ক) স্বর্ণ নির্মিত অলংকার = স্বর্ণালংকার (খ) সাত দিনের সমাহার=সপ্তাহ মেয়ে+আলি=মেয়েলি, মিথ্যা+উক=মিথ্যুক

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ