এক সপ্তাহ হলো আমি নতুন স্যামসং এম২০ ফোনটি কিনেছি, এখন ফোন ইউজ না করলেও ঘন্টায় ৩-৪% চার্জ কমে যায়, এমন কি ফোন অফ থাকলেও চার্জ কমে যায়? এটা কি কোনো সমস্যা? অনেকে বলছে এটা নাকি স্বাভাবিক! আমি এর আগে সিম্পোনি ফোন ইউজ করেছি ওই টা তে ফোন ইউজ না করলে চার্জ ক্ষয় হতো না। এ ক্ষেত্রে করণীয় কি?
শেয়ার করুন বন্ধুর সাথে