শেয়ার করুন বন্ধুর সাথে
RushaIslam

Call

সবার মাঝে যে মিল থাকবে তা কিন্তু নয়। আর এই মিল নেই জন্যই আজকাল ব্রেকাপ এর প্রবণতাও বেশি।মূলত ভালোবাসা একটি মানবিক অনুভূতি ও আবেগকেন্দ্রিক একটি অভিজ্ঞতা।বিশেষ কোন মানুষের জন্য স্নেহের শক্তিশালী বহিঃপ্রকাশ হচ্ছে ভালোবাসা। এখানে ২জনের মধ্যে পছন্দ অপছন্দের ভাগাভাগি টা থাকবে।।অর্থাৎ একজনের পছন্দের সাথে অন্যের পছন্দের মিল থাকলেই চলবে।তাদের মধ্যে ঘোরাঘুরি, রাত জেগে কথা, চ্যাটিং ইত্যাদি সব কিছুই সেচ্ছাতেই চলবে।আর মনের মিল বলতে বিশ্বাস অর্জনের একটি বড় অংশ থাকতে হবে দুজনের মধ্যেই,নতুবা রিলেশনশিপ টিকবেনা। কাজেই ভালবাসার মানুষের মধ্যে টান, আন্তরিকতা থাকা অবশ্যক। এটাকেই বলা হয় মনের মিল।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ