RushaIslam

Call

আপনি হয়তো খামির খুব বেশি শক্ত/নরম  করে ফেলেন কিংবা আপনি হয়তো খাবার সোডা কম পরিমাণে দেন। তাই এমনটি হয়। খামির দিয়ে ছোট ছোট ফুচকা গুলি অবশ্যই ডুবো তেলে ভাজবেন(তেল বাদামি হবার পর)

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

ফুসকার খামির বানাতে পানি ফ্রিজে রেখে ঠান্ডা করে নিবেন অথবা যে পানি দিয়ে খামির তৈরি করবেন সেই পানিতে কয়েকটা আইস কিউব ছেড়ে দিয়ে তারপর তৈরি করুন।আর ফুসকা অবশ্যই তেল গরম করে অল্প আচে ভেজে বাদামী হলে নামিয়ে ফেলবেন  তাহলে দেকবেন ফুসকা মচমচে হবে এবং পরবর্তীতে নরম হয়ে যাবে না।  

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ