Call

নামাজ পড়তে সামর্থ্য লাগেনা। কেননা, নামাজ আল্লাহর ফরজ বিধান। প্রতিটি মুমিনের ওপর সর্বাবস্থায় নামাজ আদায় আবশ্যক। চাই সে হোক ধনী অথবা গরীব। কেবলমাত্র অক্ষম হলে, রাসুলুল্লাহ (সাঃ) ইরশাদ করেন, দাঁড়িয়ে নামাজ পড়ো, যদি না পারো তবে বসে নামাজ পড়ো, যদি তাও না পারো তবে ইশারা করে নামাজ আদায় করো। (সহিহ বুখারি হাদিসঃ ১০৫০) কেউ দাঁড়িয়ে নামাজ আদায়ে অক্ষম হলে, বসে বসে রুকু-সিজদা আদায় করে নামাজ আদায় করবেন। আর যদি বসে রুকু-সিজদা করতেও অপারগ হয়, তাহলে সে বসে ইশারার মাধ্যমে রুকু-সিজদা করবে। (সহিহ বুখারি, হাদিসঃ ১০৪৭, ১০৫০) তবুও নামাজ পড়তে হবে। জনাব! বাবা যদি নামাজ পড়তে না যায় তাহলে ছেলে মেয়েদের তাকে আখেরাত, কিয়ামত, জাহান্নাম এর আজাবের বিষয়ে বোঝানো উচিত। বাবাকে ভালো করে বোঝানোর চেষ্টা করেন, কারণ নামাজের গুরুত্ব হয়তো তিনি বোঝেন না। ইসলামে নামাজের যে বিধান এবং গুরুত্ব রয়েছে, সেগুলো যদি জানা না থাকে, তাহলে নামাজের প্রতি তার মনোযোগ বা আকর্ষণ তৈরি হবে না। তাই আপনি বোঝানোর চেষ্টা করুন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ