শেয়ার করুন বন্ধুর সাথে
Saifmehedi

Call

আদিম মানুষ ছিল অধ্যবসায়ের সর্বোত্তম উদাহরণ।তারা যে কি পরিমাণ সংগ্রাম করত শুধু তারাই জানে।সে সময় কোন প্রযুক্তি ছিলনা,ছিলনা কোন যন্ত্র।সবকিছু তাদের হাতে করতে হতো।সবকিছু খুব পরিশ্রম করে করতে হতো।তাদের হাতের কাছে কোন খাবার ছিলনা।বনজঙ্গল থেকে কষ্ট করে শিকার করে তারা খাবার জোগাড় করত।এমনকি গাছে গাছে ঘুরে ফলমূল সংগ্রহ করত।তাছাড়া জন্তুদের সাথে অনেক সংগ্রাম করতে হতো।তাদের সাথে লড়তে হতো।এছাড়াও প্রাকৃতিক দুযোর্গে তাদের বাড়িঘর ধ্বংস হয়ে যেত।সেটা তারা আবার করত।মূলত তারা ছিল পরিশ্রমী ও কটোর সাধনাকারী।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ