RushaIslam

Call

ভেতরে পুজ জমে থাকলে তা ওয়াশ করানোর প্রয়োজন হতে পারে।  মোটামুটি ৫০০টাকার মধ্যেই হবে।(অবস্থাভেদে আরো বেশি লাগতে পারে)। প্রাথমিকভাবে স্থানটি ভাল করে পরিষ্কার করে নিন,এবং তাতে বরফ থেরাপি করে নিন। তারপর এন্টিসেপটিক মলম অথবা লিকুইড স্যাভলন/ডেটল দিয়ে পরিষ্কার করে নিন।এক টুকরা আলু ধুয়ে কুচি করে একটি পরিষ্কার কাপড়ে নিয়ে/টি ট্রি অয়েল নিয়ে ওই কাপড়টি দিয়ে আক্রান্ত স্থান পেঁচিয়ে রাখুন সারারাত।এতে অনেক ভাল ফল পাবেন। আক্রান্ত স্থানে মধু মালিশ করতে পারেন রোজ ২-৩ বার করে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
hryeasin

Call

টাকার কথা না ভেবে দ্রুত ডাক্তার  কাছে,  না হয় পরবর্তীতে ক্ষতির দিকে চলে যাবে। 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ