Call

দাঁতের হলদেটে রোগের জন্য ডাক্তারের কাছে গেলে সর্বমোট কত টাকা খরচ হতে পারে তা নিশ্চিত করে বলা সম্ভব না, এটা নির্ভর করবে ডাক্তারের পজিশন এবং আপনার জেলার পজিশন এর উপর। তবে আশাকরি মাত্র ৪-৫ শত টাকা দিয়ে ভালো করা সম্ভব। প্রতিদিন রাতে শোয়ার পুর্বে কমলা লেবুর খোসা দিয়ে দাতে ঘষে নিন। এতে উপস্থিত ভিটামিন সি এবং ক্যালসিয়াম রাতভর আপনার দাঁতের সুরক্ষা দেবে। সপ্তাহখানিক চালিয়ে গেলে ভালো ফলাফল পাবেন। এছাড়া বেকিং সোডা আর টুথপেস্টের মিশ্রণ দিয়ে সপ্তাহে দু-তিনদিন দাত ব্রাশ করে কুসুম গরম পানি দিয়ে কুলি করলেও দাতের হলদেটে ভাব দূর হবে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ