Call

সব ওষুধের সাইড ইফেক্ট আছে। আপনি ব্যায়াম করুন । দুধ , ডিম , মাছ , মাংস সহ পুষ্টিকর খাবার বেশি বেশি খান । আশাকরি স্বাস্থ্যবান হবেন । 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
RushaIslam

Call
হুম,এই মেডিসিন টির সাইড ইফেক্ট আছে। এটি আপনার গ্যাস্ট্রিক এর সমস্যা আরো বাড়িয়ে দিতে পারে,এটি স্থুলতার কারণ হতে পারে,এটি দীর্ঘদিন সেবনে আপনার পাকস্থালীর পীড়া বাড়তেই থাকতে পারে। কাজেই এসব না সেবন করে নিচের নিয়ম গুলি মানুনঃ
  • মোটা হবার জন্য সব থেকে ভাল উপায় হল বাদাম ও কিসমিস। আপনি প্রতিদিন রাতে কাজুবাদাম ও কিসমিস একত্রে ভিজিয়ে রাখুন। সকাল বেলা সেটি খেয়ে ফেলুন। প্রতিদিন এটি খাবেন।
  •  সকালের নাস্তার পর কিংবা রাতের খাবারের পর প্রতিদিন এক চামচ মধু খাবেন।
  •  পুষ্টিকর খাদ্য গ্রহণ করুন। 
  • সপ্তাহে দুইদিন রিচ ফুড বা ফাস্টফুড খেতে পারেন। 
  • আপনি মোটা হবার জন্য প্রতিদিন পান্তাভাত খেতে পারেন।     
  • ভাত রান্নার সময় মাড় ফেলবেন না, এমনভাবে জল দিবেন যেন মাড় ফেলতে না হয়।ভাতের ফ্যান মোটা হতে সাহায্য করে।    
  •  প্রতিদিন একটি করে কলা খাবেন।     
  • প্রতিদিন এককাপ করে ছোলা খাওয়ার চেষ্টা করুন।    
  • রুচিবৃদ্ধির জন্য হামদর্দ এর সিনকারা সিরাপটি সেবনে ভাল ফল পাবেন। 
  • ঘুমাতে দেরি হলে মিল্ক সেক, দুধ-সেমাই/ফিরনি/হালুয়া খেতে পারেন  
  • হালিম, ডিম-পরোটা, নুডলস, কেক, মিষ্টি, পিঠা, ফলের রস, ফল খাবেন। 
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ