শেয়ার করুন বন্ধুর সাথে
Call

ইংল্যান্ডের রাস্তা পরিষ্কার করা হয়। এছাড়া সেখানে মাটির চেয়ে বিল্ডিং বেশি, অর্থাৎ ধূলা সভাবত কম হয়। তারা সবকিছু নিয়ন্ত্রিতভাবে পরিষ্কার রাখে। রাস্তাগুলি উন্নতমানের হওয়াতেও ধূলা হয় না।  অপরক্ষেত্রে বাংলাদেশের রাস্তা অধিকাংশই ভাঙা-চোরা, ইট-খোয়া বের হওয়া। রাস্তা কখনো পরিষ্কারও করা হয় না। মাটি অনেক বেশি, রাস্তার পাশেও। একারণে ধূলা সহজেই আসে।  রাস্তায় গাড়ি চলাচলের সময়ই সাধারণত ধূলা এভাবে ছড়িয়ে পড়ে। বাংলাদেশে গাড়ি চলে রাফলি, এলোমেলোভাবে। ইংল্যান্ডে গাড়িও নিয়ন্ত্রিত ভাবে চলে।  এসকল কারণেই বাংলাদেশে এরকম ধূলা থাকে। 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ