এতদিন পৃথিবীর সবচেয়ে ভারী বা মোটা মানুষের তালিকায় প্রথম ছিলেন মিশরের নারী আহমেদ আব্দেল আতি। তার ওজন ছিলো ৫০০ কেজি। সম্প্রতি ভারতের একটি হাসপাতালে তার অস্ত্রপচার হওয়া তার ওজন কমে দাঁড়িয়েছে ২৫০ কেজিতে। সে হিসেবে বর্তমানে পৃথিবীর সবচেয়ে ভারী বা মোটা মানুষ বাংলাদেশের ব্রহ্মণবাড়িয়ার বাসিন্দা মাখন মিয়া। তার ওজন ২৭৫ কেজি বলে জানিয়েছেন তিনি। বিবিসি বাংলার সাঙ্গে একটি সাক্ষাৎকারে মাখন মিয়া বলেছেন, ঢাকায় এই সমস্যা নিয়ে অনেক ডাক্তার দেখালেও কোন লাভ হয়নি। দেশের বাইরে চিকিৎসা নিতে হলে যে পরিমাণ অর্থের প্রয়োজন তা আমার নেই। মাখন মিয়া বলেন, ‘ছোটবেলায় শরীরিকভাবে স্বাভাবিক ছিলাম। ২০ বছর বয়সেও একটু বেশি স্বাস্থ্যবান ছিলাম। কিন্তু স্বাভাবিকভাবেই চলাফেরা করতে পারতাম। ২০০৩ সালে আমি ঢাকাতে টনসিলের অপারেশন করার পর থেকে ওজন বাড়তে থাকে। দেশে অনেক ডাক্তার দেখিয়েছি কিন্তু কোন লাভ হয়নি। পরর্বীতে তারা আমাকে দেশের বাইরে যাওয়ার পরামর্শ দেন। কিন্তু আমার অর্থিক অবস্থা ভালো নয় সে জন্য কোথাও যেত পারিনি।’ ওজনের নির্ভরযোগ্য সত্যতা জানতে চাইলে মাখন বলেন, ‘বছরখানেক আগে একবার ওজন মেপেছিলাম। তখন ওজন ছিলো আড়াইশ’ কেজির মতো। যেহেতু শরীর আরো বাড়ছে তাতে আমি নিজেই বুঝতে পারি ওজন এরকমই হবে।’ চলাচলে প্রায় অক্ষম মাখন মিয়া একশ’ ফুট থেকে দেড়শ’ ফুটের বেশি চলাচল করতে পারেন না। তিনি বলেন, ‘এ অবস্থায় আমি কোন কাজ করতে পারি না। আমার ভাইয়েদের ও অন্যান্যদের সাহায্যে কোনভাবে স্ত্রী সন্তান নিয়ে বেঁচে আছি।’ বিডিটাইমস৩৬৫ডটকম/জিএম

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

বাংলাদেশের সবচেয়ে মোটা ব্যক্তি হলেন ব্রাহ্মণবাড়িয়ার মাখন মিয়া। তার উজন প্রায় ২৮৫ কেজি। তিনি দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হওয়ার কারণে এই অস্বাভাবিক উজন বেড়েছে।


বিস্তারিত দেখুন ভিডিওতে---
বিস্তারিত দেখুন ভিডিওতে---https://www.google.com/url?sa=t&source=web&rct=j&url=https://m.youtube.com/watch%3Fv%3Dn-Ksg_URKJo&ved=2ahUKEwjI6_GR1v_iAhXIR30KHcF-AZQQwqsBMAF6BAgGEAg&usg=AOvVaw2MMgEWT98nhqveUWpY7dknimage
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
RushaIslam

Call

বাংলাদেশের ব্রহ্মণবাড়িয়ার বাসিন্দা মাখন মিয়া ২০১৭ থেকে এখন পর্যন্ত এদেশের সব থেকে মোটা ব্যক্তি। তার ওজন ২৭৫ কেজি। image

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ