যোজন-বিয়োজন কী ও কাকে বলে ইকটু বিস্তারিত বললে উপকৃত হতাম।
শেয়ার করুন বন্ধুর সাথে

কোন ভগ্নাংশের লব ও হরকে (পূর্ণসংখ্যার ক্ষেত্রে হর ১) একবার করে যোগ ও বিয়োগ করে পাওয়া ফলাফল দিয়ে ভগ্নাংশ গঠন করাকে যোজন বিয়োজন বলে।

যেমনঃ ৮/৫
এর লব ও হরকে একবার করে যোগ ও বিয়োগ করলে ফলাফল আসে যথাক্রমে ১৩ ও ৩। 
অতএব এর যোজন বিয়োজনের ফল হবে ১৩/৩।
আশা করি বুঝতে পেরেছেন। 
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ