Call

সোডিয়ামে সর্বশেষ শক্তিস্তরে ১ টি ইলেকট্রন থাকে।আমরা জানি সকল পরমাণুই স্থিতিশীলতা অর্জন করতে চায় এজন্য তাদের শেষ কক্ষপথে নিষ্ক্রিয় গ্যাসের মতো ৮ টি ইলেকট্রন প্রয়োজন। সোডিয়াম তার শেষ কক্ষপথের ১টি ইলেকট্রন ত্যাগ করলে নিষ্ক্রিয় গ্যাসের মতো ইলেক্ট্রন বিন্যাস অর্জন করে। ফলে সোডিয়াম পরমানুটি স্থিতিশীলতা অর্জন করে। Na2+ গঠনের জন্য সোডিয়াম কে আরো একটি ইলেকট্রন ত্যাগ করতে হবে। কিন্তু Na+  অনেক স্থিতিশীল হওয়ায় এটি থেকে আরেকটি ইলেক্ট্রন মুক্ত করতে অনেক বেশি শক্তি প্রয়োগ করতে হবে। এই কারণেই Na2+ গঠন সম্ভব নয়। 

Talk Doctor Online in Bissoy App