বাংলা,বিহার,উড়িষ্যা ছিল ভারতের মধ্যে সবচেয়ে শক্তিশালী অল্প কয়েকটি রাজ্যগুলোর একটি।অন্য রাজ্যগুলো খুব একটা শক্তিশালী ছিল না।বীর নবাবকে শহীদ করার পর আরেক মহাবীর টিপু সুলতানকে শহীদ করা হলো।একমাত্র টিপু ও তাঁর বাবা মহাবীর হায়দার আলী খাঁন-ই ইংরেজদের চ্যালেঞ্জ জানাতে পারতো।আর দিল্লীর সম্রাট শাহ আলম ছিল ব্রিটিশদের পা চাটা কুকুর।তাই  বীর নবাবকে হত্যা করার পর আস্তে আস্তে পুরো ভারতবর্ষকেই দখল করে নিয়েছিল অভিশপ্ত,সন্ত্রাসী ইংরেজ বাহিনী।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ