ধন্যবাদ আপনাকে.... গুরুত্বপূর্ণ প্রশ্ন করার জন্য

 মানব দেহে যে কোন জায়গায় টিউমার হওয়া মানেই মারাত্মক ঝুঁকির সম্মুখীন হওয়া....

 বিশেষ করে মাথায়. পেটে.. গোপন অঙ্গে.... এগুলো সবচেয়ে বেশি মারাত্মক হয়...

 আপনি একজন বিশেষজ্ঞ ডাক্তারের শরণাপন্ন হতে পারেন উনি আপনাকে বেস্ট সাজেশন দিবে..

 ধন্যবাদ 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
MRRAJUAHMED

Call

মাথায় টিউমার হওয়া সবচেয়ে ঝুকিপূর্ণ ।কোথায় টিউমার হয়েছে সেটা কোনো ব্যাপার না । ধরুন আপনার পেটে টিউমার হয়েছে আর আপনি চিকিৎসা করেন নি ,আস্তে আস্তে আপনার পেটের টিউমারের শিকড়টি পুরো শরীরকে আক্রমণ করবে । এভাবেই অনেক বড় কোনো অসুখ হতে পারে ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

টিউমার ২ ধরনের হয়।

যেটার জন্য ক্যান্সার হয় সেটা যেখানেই থাক তার জন্য চিকিৎসা না করালে মৃত্যু হবে।

তবে মস্তিষ্কের টিউমার সব থেকে মারাত্মক। 

আবার বলি টিউমার যেখানেই থাক তার চিকিৎসার ব্যবস্থা করতে হবে। আমার প্রতিবেশী একজনের টিউমার ধরা পড়ে পেটে। 
২ দিন পড়ে শোনা যায় সেটা ক্যান্সার হয়েছে এবং ৯ দিনের মাঝে মারা যায়।
আজ তার মজলিশ।   
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
RushaIslam

Call

যদি সবাই বলে মস্তিষ্কে টিউমার হওয়া সবচেয়ে বেশি বিপদজনক তাহলে আমি বলবো এটা পুরোপুরিভাবে মনগড়া ভুল ধারণা ব্যতীত আর কিছুই নয়। আমাদের শরীরের আভ্যন্তরিন যেকোনো টিউমারই বিপদজনক অবশ্যই। তাই কোনটি সব চেয়ে বেশি বিপদজনক তা কেউ ই বলতে পারবেনা। সাধারণত শরীরের যেকোনো স্থানের কোষ অস্বাভাবিক কিংবা অসামঞ্জস্য পুর্ণ ভাবে বৃদ্ধি পেলে তাকে আমরা টিউমার বলে থাকি।মানবদেহে কখনো কখনো এই অস্বাভাবিক পিণ্ড বা টিউমার দেখা দেয়। এ টিউমার দুই প্রকার (১) ম্যালিগনেন্ট (২) নন ম্যালিগনেন্ট টিউমার। ক্ষতিকর ম্যালিগনেন্ট টিউমারকে সাধারণত ক্যানসার বলে। এখন শরীরের যেকোনো অংশ বিবেচনা করলে আপনি বুঝবেন যে আমাদের শরীর মূলত একেকটি অংগের সাথে ঘনিষ্ঠভাবে সম্পর্কযুক্ত।ব্রেইন টিউমার হলে আপনার মস্তিষ্ক যেমন নরমাল কাজগুলি করতে পারবেনা,সেইসাথে তা ফুসফুসের স্বাভাবিক কার্যের ব্যাঘাত ঘটাবে। অন্যদিকে ফুসফুস এর সমস্যা হলে তা বাড়তে বাড়তে ধীরে ধীরে মস্তিষ্ক তে প্রভাব ফেলবেই।শরীরের যেকোনো প্রান্তের টিউমার থেকেই ক্যান্সার হতে পারে,সেটা হোক ব্রেইন টিউমার, হোক ফুসফুস টিউমার, হোক হাতের টিউমার। কাজেই এই রোগ কখনোই অবহেলা করা উচিৎ নয়।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ