শেয়ার করুন বন্ধুর সাথে
RushaIslam

Call

জি জনাব, লিভারের যেকোনো টিউমার থেকেই ক্যান্সার হতে পারে। টিউমার হলো শরীরের অস্বাভাবিক টিস্যু পিন্ড- যার কোষ বৃদ্ধি হয় স্বাভাবিকের তুলনায় অনেক দ্রুত, অনিয়ন্ত্রিত ও সমল্প্বয়হীনভাবে। কোষের ধরন ও আচরণ অনুসারে টিউমার দুই ধরনের। বিনাইন এবং ম্যালিগনেন্ট। বিনাইন টিউমার বিপজ্জনক নয়।তবে ম্যালিগনেন্ট টিউমার খুবই বিপজ্জনক। ধারনা করা হয় অধিকাংশ ক্যান্সার ই ম্যালিগন্যান্ট টিউমার থেকেই সৃষ্টি।  লিভারের ক্ষেত্রেও একই ব্যাপার হয়ে থাকে। টিউমার থেকে ক্যান্সার হবার নির্দিষ্ট সময়সীমা নেই। টিউমার যদি লিভারের প্রতিটি স্থানে কিংবা দেহের অন্য স্থানে ছড়িয়ে পড়ে তাহলে ক্যান্সার রূপে ধরা পরে। প্রাথমিক অবস্থায় টিউমার ধরা পড়লে চিকিৎসা নিলে ভাল হওয়ার সম্ভাবনা আছে। তবে চিকিৎসার গাফিলতি করলে তা ছড়িয়ে গিয়ে ক্যান্সারের আকার ধারন করতে পারে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ