Call

সাধারণত যদি প্রেশার 80-120 হয় তাহলে প্রেশার নরমাল হবে।আর এর চাইতে কম হলে লো প্রেশার , আর বেশি থাকলে হাই প্রেশার।ধন্যবাদ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
RushaIslam

Call

একজন সুস্থ মানুষের রক্তচাপ ১২০/৭০ থাকাকে নরমাল প্রেসার বলে। এবং প্রেসার ১৪০-১৫৯ মিঃমিঃ মার্কারী ৯০-৯৯ মিঃমিঃ মার্কারী অথবা প্রেসার ১৬০ মিঃমিঃ মার্কারী বা এর বেশী ১০০ মিঃমিঃ মার্কারী বা এর বেশী হওয়াকে হাই প্রেশার বলা হয়ে থাকে। আর সাধারণত সিস্টোলিক রক্তচাপ ৯০ মি.মি. মার্কারি ও ডায়াস্টোলিক রক্তচাপ ৬০ মি.মি. মার্কারির নিচে হলে তাকে নিম্ন রক্তচাপ বলা হয়।প্রেসার সাধারণত পানি শুন্যতা বা ডায়রিয়ার কারণে হতে পারে যা হাই প্রেসার বা নরমাল প্রেসারের ক্ষেত্রে হয়না।ম্যাল অ্যাবসরবশন  এর ফলে হাই এবং লো উভয় প্রেসার ই হয়। তবে আমাদের ক্ষেত্রে নরমাল প্রেসার ই দেখা যায়।।নরমাল প্রেসারেরর মাত্রা জিনগত বা প্রাকৃতিক ভাবে হলেও লো এবং হাই প্রেসার আমাদের অসচেতনতার ফলেই হয়।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

80/120 কে নরমাল রক্তচাপ বলা হয় । 80/120 এর বেশি হলে তাকে উচ্চ রক্তচাপ বলা হয় বা হাই প্রেসার। 80/120 এর থেকে কম হলে নিম্ন রক্তচাপ বা লো প্রেসার বলা হয় ।  সবচাইতে ভালো যদি কারো প্রেসার 80/120 মি.লি.হয়।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ