একাদশ শ্রেণিতে যেহেতু আপনি মানবিক শাখা নিয়ে পড়ছেন সেহেতু মানবিক শাখায় একাদশ শ্রেণির সিলেবাসে যে কয়টি সাবজেক্টস আছে সেগুলো সবই আপনাকে পড়তে হবে।          

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

একাদশ শ্রেণীর বিষয়ের মধ্যে প্রথমে আপনাকে বাংলা, ইংরেজি ও আইসিটি নিতে হবে।   তারপর মানবিক বিভাগের বিষয়ের আপনি পাবেন। * পৌরনীতি ও সুশাসন। * সমাজ বিজ্ঞান। * ইসলামের ইতিহাস * ইতিহাস * যুক্তিবিদ্যা। * সমাজ কর্ম। * সমাজ কল্যাণ। * ইসলাম শিক্ষা। * অর্থনীতি। * মনোবিজ্ঞান ইত‍্যাদি । উক্ত বিষয়ের মধ‍্য থেকে আপনাকে যেকোনো তিন বিষয় আবশ‍্যিক বিষয় বিষয় হিসেবে নিতে হবে। তারপর ঐচ্ছিক বিষয়ের মধ্যে আপনি পাবেন । * কৃষি শিক্ষা। * যুক্তিবিদ্যা। * অর্থনীতি। * মনোবিজ্ঞান ইত‍্যাদি।  এই বিষয়ের মধ্যে আপনাকে যেকোনো একটি বিষয় নিতে  হবে। তবে কোনো বিষয় আবশ‍্যিক বিষয় হিসেবে নিলে তা আর ঐচ্ছিক বিষয় হিসেবে নেওয়া যাবে না। যেমন অর্থনীতি আবশ‍্যিক বিষয়ে নিলে তা আর ঐচ্ছিক বিষয় হিসেবে নেওয়া যাবে না। আর আপনি যে কলেজে ভর্তি হয়েছেন বা হবেন ঐ কলেজে যে সকল বিষয় পড়ানো হয় ঐ বিষয়ের মধ্যে থেকেই আপনাকে বিষয় পছন্দ করতে হবে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ