তাহলে ক্যালসিয়াম ২ টা ইলেকট্রন ত্যাগ করল কিন্তু তার তো তাহলে শেষ কক্ষপথে ৮ টা ইলেকট্রন থাকল যেখানে তার ১৮ টা থাকলে সুস্থিিিত হওয়ার কথা।তাহলে সে কিভাবে সুস্থিিিত হবে? ক্যালসিয়ামের যোজনী যে ২ তা ব্যাখ্যা করে দিন। উপকৃত হব।!       
Share with your friends
Prime Barua

Call

আমরা জানি, কোনো মৌলের সাথে অন্য মৌলের যুক্ত হওয়ার ক্ষমতাকে যোজনী বলে। ক্যালসিয়ামের সর্বশেষ কক্ষপথ থেকে দুটি ইলেক্ট্রন ত্যাগ করলে নিষ্ক্রিয় গ্যাসে পরিণত হয়। তাই এর যোজনী ২. আপনার প্রশ্ন অনুসারে, ক্যালসিয়াম দুটি ইলেক্ট্রন ত্যাগ করলে নিষ্ক্রিয় কেমনে হয়? কারণ শেষ কক্ষপথে তখন ইলেক্ট্রন থাকে আটটি যার অর্থ হলো সে অষ্টক পূর্ণ করেছে। তাই সে নিষ্ক্রিয়।

Talk Doctor Online in Bissoy App