Share with your friends
Shawn

Call

অাপনার বয়স,রোগের অবস্থা,সরাসরি পর্যবেক্ষণ না করে উক্ত ঔষুধের মাত্রা শেয়ার করা ঠিক হবে কি?

অবশ্যই না!  

দয়া করে ডাক্তারের পরামর্শ নিন।তিনিই অাপনার অবস্থা বুঝে সহায়তা করবেন।

 এরকম তথ্য শেয়ার করলে অাপনারটা ফলো করে অন্যকেউ যদি রোগের অবস্থা,বয়স ইত্যাদি মাথায় না রেখে, না বুঝেই ঔষুধটা সেবন করেন তাহলে কি হবে ভেবে দেখেছেন.....!!!

এজন্যই বিস্ময়.কমে সরাসরি ঔষুধ সাজেস্ট করা নিষেধ।
Talk Doctor Online in Bissoy App
RushaIslam

Call

দেখুন আপনি নিজের থেকে এসব মেডিসিন সেবন করবেন না।এই মেডিসিন টি হাইপারটেনশন ছাড়াও করোনারির ডিজিজে সেবনের পরামর্শ দেয়া হয়।  এটির অনেক সাইড ইফেক্ট আছে যেমন মাথা ঘোরা,বমি হওয়া,পা ফোলা এমনকি কিডনির সমস্যাও হতে পারে অতিমাত্রায় সেবনের ফলে। কাজেই ডাক্তারের পরামর্শ ব্যতীত সেবন করবেন না। প্রাথমিকভাবে এটি একবেলা খাওয়ার পরামর্শ দেয়া হয়ে থাকে তবে কখনোই চিকিৎসক এর পরামর্শ ব্যতীত ডোজ আকারে সেবন করবেন না।

Talk Doctor Online in Bissoy App