রোম সম্রাট হিরাক্লিয়াস রাসুল (সাঃ) কে চিনতে পেরেছিল,কিন্তু দুর্ভাগ্যের কারণে ইসলাম গ্রহণ করতে পারেননি। আবিসিনিয়ার রাজা নাজ্জাশী পত্র পেয়ে প্রকাশ্যে ইসলাম গ্রহণ করেন, তাঁর ইন্তিকালের পর রাসুল সাঃ গায়েবানা জানাজা আদায় করেন। মিশরের রাজা মাকুকাস ইসলাম গ্রহণ না করলেও রাসুল সাঃ এর দুতকে সম্মান ও উপঢৌকন দিয়ে বিদায় করেছিলেন। সে পত্রটি আজও সংরক্ষিত আছে। আর পারস্য সম্রাট খসরু পত্রটি ছিড়ে ফেলেছিলেন এবং দুতকে অসম্মান করেছিলেন। সে লাঞ্চনাময় (বানানটা অভ্রতে ঠিকভাবে লেখা যাচ্ছে না) মৃত্যুবরণ করেন। (প্রিয়নবী - নওমুসলিম সিরাজুল ইসলাম সিরাজী)

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ