RushaIslam

Call

উপযুক্ত প্রমাণ ছাড়া আপনি আপনার উত্তরকে সঠিক দাবি করার অধিকার রাখেন না। এখানে যে ই সঠিক হোক না কেন,আপনাকে আপনার উত্তরের রেফারেন্স উল্লেখ করতে হবে। যদি কোনো লিংক বা রেফারেন্স ভুল থাকে তাহলে সেটা অবশ্যই বিবেচনা করা হবে। আপনি খেয়াল করুন প্রশ্নটিতে আরো উত্তর এসেছে রেফারেন্স সহ। তাহলে আপনার উত্তরের রেফারেন্স কি..? ধর্ম বিষয়ে একাধিক ভুল উত্তরের কারনে প্রত্যেককেই বলা হয় তাদের উত্তরের রেফারেন্স উল্লেখ করতে। আপনার আরো ভুল উত্তর লুক্কায়িত আছে যা প্রতিটি বিশেষ সদস্য খেয়াল করেন বা নজরে রাখেন। কাজেই কোন হিসেবে রেফারেন্স ছাড়া আপনার উত্তরকে সঠিক বিবেচনা করা হবে..?  মনে রাখবেন কেউ সবজান্তা নয়,কাজেই আপনিও নিজেকে সঠিক দাবি করার আগে অবশ্যই তার পক্ষে প্রমাণ দেখাবেন। প্রমাণ বা রেফারেন্স ছাড়া আপনার উল্লেখিত বিভাগে উত্তর অনুমোদন দেয়া হয়না।  কাজেই আপনি সুত্রের লিংক উল্লেখ করুন। আর আমি কোনো একটি সাইটে নয়,একাধিক সাইটেই নামগুলি দেখেছি (হোক তা কথিত,উত্তরে রেফারেন্স অ্যাড আছে)। আপনি আপনার উত্তরের পক্ষে রেফারেন্স যুক্ত করুন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ