এই পাহাড়ের নাম জুদি। মহাপ্রলয়ের সময় নুহ আলাইহিস সালামের নৌকা এই পাহাড়েই ভিড়েছিল। "আর বলা হল, ‘হে যমীন, তুমি তোমার পানি চুষে নাও, আর হে আসমান, বিরত হও’। অতঃপর পানি কমে গেল এবং (আল্লাহর) সিদ্ধান্ত বাস্তবায়িত হল, আর নৌকা জুদী পর্বতের উপর উঠল এবং ঘোষণা করা হল, ‘ধ্বংস যালিম কওমের জন্য’।" [সুরা হুদ : ৪৪]

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

পাহাড়টা হচ্ছে  জুদি পাহাড়যেখানে হযরত নূহ (আ:) এর নৌকা অবস্থিত।

বিস্তারিত জানতে ভিজিট করুন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ