RushaIslam

Call

ভালবাসা যত কষ্টের ই হোক না কেন,সেটা আপনার কাছে মধুর লাগবেই। কারণ ভালবাসা হল অভ্যন্তরীণ অভিব্যক্তি প্রকাশের একমাত্র উপায়।ভালোবাসা হচ্ছে হঠাৎ বা ধীরে ধীরে ঘটে যাওয়া এক সম্পর্কের আবর্তের নাম।কথা একের প্রতি অন্যের প্রচণ্ড এক মানসিক আশক্তির নাম ভালোবাসা। জীবন আর ভালোবাসা একে অপরের পরিপূরক। এক জীবনের সাথে অন্য জীবনের পরিপূর্ণতার জন্যই কিন্তু ভালোবাসার প্রয়োজন। জাগতিক জীবনের দুটি দিক আমাদের সামনে উন্মোচিত। এর একটি হলো ভালো অপরটি মন্দ।তেমনি ভালবাসার ভাল ও মন্দ দিক আছে।ভালবাসা পিতা মাতা,ভাই বোন,প্রেমিক প্রেমিকা,বর কনে সকলের মধ্যেই আছে। সব হতাশা ছাপিয়ে তারপরও মানুষ ভালোবাসে, তারপরও মানুষ জীবনের তাগিদে বেঁচে থাকে।সোজা ভাষায় নিজের জীবনকে ভালোলাগায় রঙিন করে তুলতে মানুষ ভালোবাসায় পড়ে। নিজেকে ভালোবাসে বলেই অন্যকে ভালোবাসতে শেখে। জীবনকে মানিয়ে নিতেই মানুষ ভালোবাসে।ভালবাসা ছাড়া এই জগৎ নিষ্ঠুর হত,ভালবাসা ছাড়া মানুষ সম্ভব নয়।একারনেই হয়তো ভালোবাসার সুখ যেমন সর্গীয়,তেমন যন্ত্রনাও নরকীও তবুও তা মধুর।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ