শেয়ার করুন বন্ধুর সাথে
RushaIslam

Call

ঈদের খুশি কোথায় গেল কোথায় ঈদের চাঁদ চতুর্দিকে ছড়িয়ে যেন ক্লান্তি অবসাদ। দখিন হাওয়ায় বেসুর বাজে গায় না পাখি গান নিঝুম কালো দীঘল রাতের হয় না অবসান। জালিমশাহির কয়েদখানায় ঈদের হেলাল বন্দী কালোর সঙ্গে আলোর কভু হয় না তো ভাই সন্ধি। আঁধার এবং আলোর মাঝে চলছে তুমুল যুদ্ধ, চাঁদ-সেতারা কার ইশারায় বিনা দোষেই রুদ্ধ? গোমড়ামুখো আকাশকোণে মেঘের আনাগোনা পায় না খুঁজে ঈদের খুশি নতুন চাঁদের সোনা। নতুন জামা নতুন টুপি আতর আতর গন্ধ সবই আছে তবু যেন স্তব্ধ খুশির ছন্দ! ঈদের খুশি উড়ছে দেখ প্রজাপতির ডানায় ঈদগাহে আজ খুশির মেলা চাঁদ ছাড়া কি মানায়? খুশির দিনে সবার মাঝে চাঁদটা নেমে আসুক সবকে ভালোবাসুক সকল দুঃখজ্বরা নাশুক। ভাঙতে হবে জেলের তালা আনতে হবেই চাঁদ চলতে পথে দলতে হবেই পাহাড় সমান বাঁধ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ