8 জিবি রেম ও কোর আই সেভেন ডেক্সটপ এর দাম কত পড়বে সর্বনিম্ন
শেয়ার করুন বন্ধুর সাথে
Robi12

Call

# কেমন কম্পিউটার লাগবে?

* ২ জিবির ওপরে র‌্যাম
* উইন্ডোজ ৭-১০
* ৬৪ বিট প্রসেসর

আর যদি ৪ জিবির উপরে র‌্যাম থাকে সাথে কোর আই ৩-৭ প্রসেসর তাহলে অ্যাডোবি প্রিমিয়ার প্রো সিএস ৬ থেকে সিসি ১৮ চালাতে পারবেন।

আমার পরামর্শ হল: কাজ যখন করবেনই একটু কষ্ট করে একটু দামি পিসি (গেমিং টাইপ) কিনে ফেলুন তাতে কাজেও স্পিড পাবেন সব সফটওয়্যারই তাতে ভালোভাবে চলবে।

যেমন
# নিউ জেনারেশন গেমিং অথবা প্রো মাদারবোর্ড: আসুস, এমএসআই, অথবা গিগাবাইট 
# প্রসেসর :

# ইন্টেল হলে - ৭-৮ জেনারেশন

কোরাই ৩ / ৫ / ৭

#এএমডি হলে- রাইজেন সিরিজের 

২ য় জেনারেশন যেমন: Ryzen3/Ryzen5
# ডিডিআর ৩-৪ র‌্যাম ৮-১৬ জিবি (নুন্যতম ৪ জিবি) 
# কমপক্ষে ১ টিবি হার্ডডিস্ক ( Segate Barcuda) 
# কমপক্ষে ১২০ জিবি এসএসডি
# গ্রাফিক্স কার্ড কমপক্ষে ৪ জিবি Nvidia Based (Cuda)
# মোটামুটি ৫০০/ ৬০০ ওয়াটের পাওয়ার সাপ্লাই ও বড় কেসিং
# ভালো হেডফোন Edifier, A4tech

মাউস কিবোর্ড

[দাম পড়তে পারে ৫০ হাজার থেকে উপরে]

মনিটর নিতে পারেন ২২" ইঞ্চি ডেল, এইচপি ও এলজি ,আসুস যেকোনো  ভালো ব্র্যান্ড। ৯০০০ থেকে ১২ হাজার পড়বে।


আর আপনার ৮ জিবি র‍্যামের ধরন অনুযায়ী ৪৫০০৳ থেকে শুরু

এবং কোরআই ৭ প্রসেসর এর মূল্য ২৪ -৩৯ হাজার পর্যন্ত। 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ