এবং এই কনফিগারেশনে আর কি কি ধরনের কাজ করা যাবে? 


 

কনফিগারেশনঃ 

১. ইন্টটেল কোর আই থ্রি  দ্বিতীয় জেনারেশন 


২. মাদারবোর্ডঃ ইসনিক এইচ৬১  


৩. হার্ডডিস্কঃ তসিবা ১০০০ জিবি


৪. র‍্যামঃ এডাটা ৪ জিবি


৫. ডিভিডি রাইটারঃ লাইট অন

 

আমার মাদারবোর্ড ইন্টেল কোরআই থ্রি ২/৩ জেনারেশন,  কোরআই ফাইভ ২/৩ জেনারেশন,  কোরআই সেভেন ২/৩ জেনারেশান এর প্রসেসর  সাপোর্ট করে,    বর্তমানে কোরআই থ্রি ২ জেনারেশন প্রসেসর লাগানো আছে,   


শেয়ার করুন বন্ধুর সাথে

গ্রাপিক্স এর জন্য ঠিক আছে। ভিডিও এডিটিং এর জন্য র‍্যাম আপগ্রেড করতে পারেন। ৪ জিবি র‍্যামে ভিডিও এডিটিং করতে গেলে বেশ হ্যাং খাবে। আপনার উচিত শিঘ্রি একটা ২জিবি গ্রাফিক্স কার্ড কেনা, কারন গ্রাফিক্স কার্ড ছাড়া অনেক অপ্সান এডিটিং সফটওয়ারে কাজ করে না। 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ