আমি একাদশ শ্রেণীতে বার্ষিক পরীক্ষা শেষ করেছি। এখন আমি কলেজ পরিবর্তন করে অন্য কলেজে দ্বাদশ শ্রেণীতে ভর্তি হতে চাই। কিভাবে হবো বিস্তারিত জানতে চাই
Share with your friends

প্রথমে বোর্ড থেকে অথবা কলেজ থেকে ছাড়পত্রের একটি ফর্ম নিতে হবে সেটি পূরণ করতে হবে। সেই সাথে যেই কলেজে ভর্তি হতে ইচ্ছুক সেই কলেজের প্রিন্সিপালের স্বাক্ষর লাগবে। অর্থাৎ সে কলেজে যে আপনাকে ভর্তি নিবে তার নিশ্চয়তা হিসেবে। এই কাজগুলি শেষে আপনাকে একটা দরখাস্ত লিখতে হবে ছাড়পত্রের জন্য বর্তমান কলেজ বরাবর টিসি নেওয়ার উপযুক্ত কারন জানিয়ে। দরখাস্ত দেওয়ার সময় আপনার টিসির ফর্ম টাও সাথে রাখবেন। সেটা সহ জমা দিবেন। সেটাতে বর্তমান কলেজের প্রিন্সিপালের স্বাক্ষর লাগবে। স্বাক্ষর নেওয়া সম্পন্ন হলে এটা নিশ্চিত হলো যে আপনি যেই কলেজ থেকে যেতে চান সেই কলেজ আপনাকে ছাড়পত্র দিতে এবং যেই কলেজে ভর্তি হতে চান সেই কলেজ আপনাকে ভর্তি নিতে সম্মত। এখন আপনি কমপ্লিট ফর্ম টা বোর্ডে জমা দিবেন দরখাস্তের এ্যাপ্রুভাল সহ। বোর্ড সেতাকে নথিভুক্ত করবে এবং কলেজ পরিবর্তন করে দিবে বোর্ড থেকে। আপনার রেজিস্ট্রেশ+সবকিছু নতুন কলেজের আন্ডারে করে দিবে। এজন্য আপনাকে একটা স্লিপ দিবে সেটার মাধ্যমে বোর্ডেই নির্দিষ্ট পরিমান ফী ব্যাংক ড্রাফট করতে হবে। সেটার রশিদ দেখালেই বোর্ড থেকে আপনাকে বাকি কাজ সম্পন্ন করে দিবে। আর ফর্মের বাকি কাজ সমাপ্ত করে দিবে। এখন সেই ফর্ম টা বর্তমান কলেজে নিয়ে গিয়ে দেখালেই আপনাকে আপনার পূর্বের জম দেওয়া কাগজপত্র যেমন এসএসসির ট্রান্সক্রিপ্ট এবং প্রয়োজনীয় কাগজ দিবে। যেই কলেজে ভর্তি হতে চান সেই কাগজ গুলি নিয়ে জমা দিন আর অবশ্যই বোর্ডের কাগজটি ও সাথে নিয় যান। আপনাকে ভর্তি নিয়ে নিবে। আপনার কাজ শেষ অর্থাৎ আপনি এখন নতুন কলেজের ছাত্র। আশা করি বুঝেছেন বিষয়টি। কাজটি শুরু করলেই বাকিগুলি বুঝে যাবেন। প্রক্রিয়াটি সহজ কিন্তু একটু ঝামেলার।

Talk Doctor Online in Bissoy App