প্রশ্নটি হলো:


*** এক ব্যক্তি 10 লাখ টাকা ব্যাংকে জমা রাখলেন।ব্যাংকে চক্রবৃদ্ধি মুনাফার হার 12% এবং 6 মাস পর পর মুনাফা হিসাব করা হয়।


খ.দেড় বছর পর তিনি কত টাকা মুনাফা পাবেন ?

গ.দেড় বছর পর তিনি সমুদয় অর্থ তুলে নিয়ে 20% হার টাকায় বিনিয়োগ করলে কত বছরে উক্ত  মূলধন মুনাফা আসলে 2 গুণ হবে।

বি.দ্র.: যদি এই অংকটির মধ্যে কেবল একটা পারেন,তবে একটা করে দিবেন।তবে 'গ ' নং টি অবশ্যই করে দিবেন।সমাধান করে দিলে খুবই কৃতজ্ঞ থাকব।


-অগ্রিম ধন্যবাদ 


শেয়ার করুন বন্ধুর সাথে
Call

অংকটির সমাধান নিম্নরূপ *খ* দেওয়া আছে,আসল=1000000 টাকা মুনাফার হার=12/100=0.12 টাকা সময়=3/2=1.5বছর আমরা জানি, মুনাফা=আসল*মুনাফার হার*সময় মুনাফা=1000000*0.12*1.5 =180000 টাকা(উত্তর) *গ* আসল=1000000 টাকা মুনাফা-আসলে 2 গুন হয়=1000000*2=2000000টাকা মুনাফা=মুনাফাআসল-আসল =2000000-1000000 টাকা =1000000 টাকা সময়=মুনাফা/আসল*মুনাফার হার =1000000/1000000*20/100 =5 বছর (উত্তর)

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ