শেয়ার করুন বন্ধুর সাথে
Call

প্রথমত, কি-বোর্ড যখন প্রথম আবিষ্কার হয়, তখন টাইপরাইটার ছিল একটি 'মেকানিকাল ডিভাইস'। এর ফলে, পাশাপাশি অক্ষর থাকলে জ্যাম হওয়ার সম্ভাবনা ছিল। তাই এ ধরনের ব্যবস্থা করা হয়। দ্বিতীয় কারণটি হলো : এরগোনোমিক্স। এ-বি-সি-ডি, অক্ষর পাশাপাশি থাকলে টাইপ করতে গিয়ে আমাদের আঙুল ব্যথা হয়ে যেত। এর ফলে, দীর্ঘক্ষণ আমরা কাজ করতে পারতাম না। তাই বেশির ভাগ শব্দ লেখার সময় ভাওয়েল (Vowel) এবং কনসোনেন্ট (Consonant) গুলো যাতে কাছাকাছি থাকে সেই ব্যবস্থা করা হয়েছে। প্রসঙ্গত, কি-বোর্ড অনেক ধরনের হয়, যার ওপর স্পিডও নির্ভর করে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ