শেয়ার করুন বন্ধুর সাথে
Jamiar

Call

এটা কখনোই নিশ্চিত ভাবে বলা যাবে না যে সবার ক্ষেত্রে অনিয়মিত মাসিক হয় সর্বোচ্ছ ও সর্বোনিন্ম দিনের মধ্যে।

অনিয়মিত মানেই তার কোন নির্দিষ্ট নিয়ম নেই

  • হতে পারে মাসে ২/৩ বার মাসিক শুরু হবে।
  • হতে পারে  ২/৩ মাস পর পর মাসিক হবে।
  • হতে পারে  কারো ক্ষেত্রে ৫/৬ মাস পর পর মাসিক হবে।
  • হতে পারে  ১০ দিন পর পর বা ১৫/২০ দিন পর পর মাসিক হবে।
এর কোন ধারাবাধা নিয়ম নেই এই অনিয়মিত মাসিক হওয়া নারীর স্বাস্থ্য, ওজন, পুষ্টিকর খাবার, রক্তশল্পতা , ভিটামিন, আয়রন, শারীরিক  ও মানুশিক অবস্থা।  এছাড়াও বেশ কিছুর উপর নির্ভর করে। তাই যদি আপনার মাসিক অনিয়মিত হয় তাহলে গাইনি ডাক্তারের পরামর্শে চিকিৎসা গ্রহন করুন।
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ