Call

পরীক্ষা ছাড়া কোন কিছু বলা সম্ভব নয়|প্রেগন্যান্সি স্ট্রিপ দিয়ে পরীক্ষা করে দেখতে পারেন|এছাড়া বলছেন তলপেট ভারি হয়ে আছে|তাই কোন গাইনী ডাক্তার দ্বারা পরীক্ষা করালে সবচেয়ে ভালো হবে|দেরি না করে তাড়াতাড়ি চিকিৎসার ব্যবস্থা করা উচিত|

Talk Doctor Online in Bissoy App
Jamiar

Call

যেহেতু  উক্ত পিল খাওয়ার পর দুই দিন মাসিকের রক্তপাত হয়েছে তাহলে গর্ভপাত হয়েছে। তবে মাসিকের রক্তপাত ক্লিয়ার না হলে অপেক্ষা করুন অবশ্যই মাসিক ক্লিয়ার হবে। যেহেতু মাসিকের রক্তপাত হয়েছে তাহলে প্রেগন্যান্সি টেস্ট করার প্রয়োজন নেই। কেনো না এতে রেজাল্ট নেগেটিভ আসবে। কারন পিল খাওয়ার পর মাসিকের রক্তপাত হয়েছে। আপনি বলছেন isovent 200 mg ৬টা  খেয়েছে কিভাবে খেয়েছে সে টি উল্লেখ্য করেন নি। তবে এই পিলের পার্শ্বপ্রতিক্রিয়ার প্রভাব ফেললে, তলেপেটে ব্যথা হওয়া,মাথা ঘোড়া, শরীর দুর্বল লাগা, মাসিকের রক্তপাত অনিয়ম ভাবে হতে পারে তাই আপনি আগামী ৮/৯ দিন অপেক্ষা করুন এর মধ্যে মাসিক ক্লিয়ার না হলে গাইনি ডাক্তারের কাছে চিকিৎসা নিবেন।  

Talk Doctor Online in Bissoy App