শেয়ার করুন বন্ধুর সাথে

Call

ফসফরাস একটি অধাতব মৌল।অধাতব মৌলের ক্ষেত্রে যোজ্যতা স্তরে বিদ্যমান বিজোড় ইলেকট্রন সংখ্যাকে মৌলের যোজনী বলে।ফসফরাসের সাধারন অবস্থায় ইলেকট্রন বিন্যাস নিম্নরুপ : P(15) =1s2 2s2 2p6 3s2 3px1 3py1 3pz1 জোয্যতা স্তরে তিনটি বিজোড় ইলেকট্রন বিদ্যামান থাকায় ফসফরাসের যোজনী ৩। এবং উত্তেজিত অবস্থায় ফসফরাসের ইলেকট্রন বিন্যাস : P(15) = 1s2 2s2 2p6 3s1 3px1 3py1 3pz1 3dxy1 যোজ্যতাস্তরে ৫টি বিজোড় ইলেকট্রন বিদ্যমান থাকায় ফসফরাসের যোজনী ৫। এজন্য , ফসফরাসের যোজনী ও যোজ্যতা ইলেকট্রন ভিন্ন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ